মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রামচরনের পরলোক গমন


নিজস্ব প্রতিবেদক
যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা শ্রী রামচরন রায় ভলকা (৭৫) পরলোক গমন করেছেন। আজ দুপুর ১২টায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন জাতির এ সূর্য সন্তান। রামচরন রায় ভলকা বিরামপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক রাজু কুমার গুপ্ত।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন রামচরন ভলকা। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে গুলিবিদ্ধ হন। দেশ স্বাধীনের পর রাজনৈতিক ক্ষমতার প্রভাবের দাপটে হাজারও প্রকৃত মুক্তিযোদ্ধার মত সাধারন মানুষের কাতারে মিশে যান তিনি। চরম দুঃখ দুর্দশায় দিনাতিপাত করতে থাকেন। পাননি তেমন কোন সরকারি সুযোগ সুবিধাও। সরকারি কোটার সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তাদের সরকারি চাকুরি হলেও তার প্রাপ্তির খাতা ছিল শূণ্য। সারাটি জীবন শারীরিক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেছেন তিনি।
রামচরন রায় ভলকা ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। একই প্রতিষ্ঠানে দীর্ঘ ২২বছর চাকুরি করার সুবাদে সকলের কাছে ছিলেন বিশ্বস্ত।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি রাজু কুমার গুপ্ত বলেন, রামচরন রায় কে আমরা ভলকা নামেই ডাকতাম। এই নামটিই বেশি পরিচিত ছিল। ২০০২ সাল থেকে সে আমাদের প্রতিষ্ঠানে যুক্ত ছিলো। তৎকালিন গুপ্তা এন্টারপ্রাইজে স্বল্প বেতনে কাজ শুরু করে ভলকা। পরবর্তীতে প্রতিষ্ঠানটি গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজে রুপান্তরীত হলে নিজের দক্ষতায় এক পর্যায়ে ম্যানেজার পদে পদোন্নতি লাভ করেন। খুব বিশ্বস্ত লোক ছিলেন তিনি। গুপ্তা পরিবার তাদের একজন পুরাতন ও বিশ্বস্ত লোক হারালো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Share This