মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শিশুদের স্কুলমুখী করতে খাদ্য সামগ্রী বিতরণ


দিনাজপুর প্রতিনিধি
ঈদগাহ আবাসিক এলাকাস্থ চেহেলগাজী মহাবিদ্যালয় চত্বরে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ কর্মজাবী শিশুদের স্কুলমুখী করার লক্ষে দরিদ্র পরিবারের অভিভাবকদের জন্য আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় তাদেরকে আগাম পুঁজি হিসেবে বিনামূল্যে ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।
আজ সোমবার প্রশিক্ষণপ্রাপ্ত ও তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল, ডাল, আটা, লবন, স্টেশনারী মালামালসহ বিভিন্ন ধরনের উনত্রিশটি পন্য প্রদান করতে গিয়ে শিশু নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস বলেন, দরিদ্র পরিবারে সদস্য, পিতা-মাতা অভিভাবকদের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসতে এবং তাদের সন্তানদের ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত না করে। মুদিখানার ক্ষুদ্র ব্যবসা করে তারা আয়-বৃদ্ধি করতে পারে সেজন্য ওয়ার্ল্ড ভিশন আগাম পুঁজি হিসেবে বিনামূল্যে এই সব পন্য প্রদান করছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন এই প্রকল্পের মাধ্যমে ৫টি শর্ত সাপেক্ষে সহযোগীতা করছে তা হলো শিশুশ্রম করানো থেকে সন্তানদের বিরত রাখতে হবে, বাল্য বিবাহ করানো যাবে না, মাদকদ্রব্য নেশা সেবন করা যাবে না, মাদক ব্যবসার সাথে কোন ভাবেই জরিত হওয়া যাবে না, নিজেদের পরিবারে ঝগড়া-বিবাদ কলহ করে কখনো আলাদা হওয়া যাবে না।

Share This