মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর উন্নয়ন ফোরাম ভলিবল টুর্নামেন্টের উদ্ধোধন


দিনাজপুর প্রতিনিধি
বর্ণাঢ্য ও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধোধন হলো দিনাজপুর উন্নয়ন ফোরাম ভলিবল টুর্নামেন্ট। দিনাজপুর ইন্সিটিটিউট মাঠে আজ বিকেল ৩টায় ভলিবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন প্রধান অতিথি পিবিআই এর পুলিশ সুপার ও এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ। দিনাজপুর উন্নয়ন ফোরাম আয়োজিত ও দিনাজপুর ইন্সটিটিউট সহযোগিতায় উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মাহফুজ্জামান আশরাফ বলেন, ভলিবল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা। শীতকাল আসলেই সর্বত্র এই খেলা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য গঠনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্ধোধনী অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুর ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর ইন্সটিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী, সাবেক এডিশনাল এসপি রাজিউর রহমান চৌধুরী লিটন। উদ্বোধন শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। মনোমুদ্ধকর উদ্বোধনী ভলিবল খেলাটি দেখতে প্রচুর সংখ্যক দর্শক ভিড় জমান। টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করছে।উদ্ধোধনী খেলায় হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-১ সেটে দিনাজপুর সরকারী কলেজকে পরাজিত করে।

Share This