মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দিনাজপুরের পার্বতীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা পারভীন বেগম (৫০) নিহত এবং ছেলে আদনান সরকার (৩৫) গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালক আদনান পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পারভীনের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর শহরের বাশঁবাড়ী এলাকায়। আজ সোমবার দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মা পারভীন -ছেলে আদনান কে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে বিরামপুর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পার্বতীপুর থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মা পারভীন ছিটকে পড়ে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ এবং পার্বতীপুর দমকল বাহিনীর সহযোগীতায় মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, সড়ক দুর্ঘটনায় মা পারভীন নিহত ও ছেলে আহত হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

Share This