মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি ভস্মীভূত


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ঘরের সুইচ বোর্ড থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পিয়াস মহন্ত নামের এক আদিবাসী কৃষককের ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে ঐ কৃষকের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মনা মহন্তের পুত্র পিয়াস মহন্ত বাড়িতে মহিলা সদস্যরা সন্ধ্যায় রান্না বান্নার কাজে করছিলো। এসময় হঠাৎ শোয়ার ঘর থেকে ধোয়া বের হতে থাকে এবং দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। স্থানীয় লোকজন ও খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় আগুনে নগদ দুই লক্ষটাকা, ফার্ণিচার, কাপড় চোপড় সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায় । এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি বলে জানা গেছে।
এ বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার কামরুল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এই অগ্নিকান্ডের সুত্রপাতের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। অগ্নিকান্ডে নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share This