মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলম বিরতি ও মানববন্ধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় চিরিরবন্দর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী কলম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. রায়হান আলী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তাগণ বলেন, সকল ক্যাডারের সকল বৈষম্য দূর করতে হবে। পদোন্নতিতে যোগ্যতা অনুযায়ী সকল ক্যাডারের সুযোগ রাখতে হবে। মানববন্ধনে প্রশাসন ক্যাডার বাদে সকল ক্যাডার অফিসারগণ অংশগ্রহন করেন।

Share This