মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন আগামীকাল বুধবার। এই উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রী পারাপার চালু থাকবে।
হিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম জানান, বুধবার সারা বিশ্বে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস ডে উদযাপিত হচ্ছে। আমাদের দেশেও সরকারী ছুটি। দিনটি উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে না। এছাড়া বন্দরের অভ্যন্তরেও পণ্য লোড-আনলোড সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে ইমিগ্রেশনের কার্যক্রমের সাথে কোন সংশ্লিষ্টতা নাই। বৈধ পাসপোর্ট-ভিসা থাকেলেই যাত্রীরা পারাপার করতে পারবেন। আজও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Share This