মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা অন্যায়, সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে “সারজিস আলম”

পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান তেঁতুলিয়া এবং চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার কার্যক্রমে সিন্ডিকেট ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, “এই স্থলবন্দরের কার্যক্রমে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে একটি সিন্ডিকেট পুরো ব্যবস্থাকে জিম্মি করেছে। অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী খুলনা বিভাগ থেকে আনা হয়েছে, যা স্থানীয় জনগণের স্বার্থবিরোধী।”
সারজিস আলম আরও বলেন, “আমরা অন্যায়, সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছি। কোথাও অন্যায় দেখলে তা নির্মূল করতে আমরা পিছপা হব না।”
এই মন্তব্য তিনি আজ বুধবার তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবেত আলী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা আমির ইকবাল হোসেন এবং বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা।
সারজিস আলম স্থানীয় জনগণের স্বার্থ রক্ষার ওপর জোর দিয়ে বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সিন্ডিকেট বা নিয়োগ বাণিজ্য সফল হতে পারবে না। তেঁতুলিয়া ও বাংলাবান্ধার মানুষকে জিম্মি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”
স্থানীয়দের অধিকার ও সিন্ডিকেটমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় আন্দোলনের ডাক দিয়েছেন সারজিস আলম। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই সফল হবে বলে তিনি আশাবাদী।

Share This