রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের নেচে গেয়ে শীতকালীন আড্ডা

মোস্তাক আহম্মদ

শীতের শুভ্র সকালে ঘাসের ডগায় তখনও শিশির বিন্দু জমে আছে। পুবের আকাশে তখন গাঢ় লাল সূর্যের আভা। এরই মধ্যে আসতে শুরু করেন এসএসসি ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মুল ফটকের সামনে টাঙানো রয়েছে ফেষ্টুন, রং-বেরঙের কাপড়ের সামিয়ানায় সাজানো বিদ্যালয় মাঠ। রঙিন পোশাকে সেজে এসেছেন সবাই, সবার মাথায় সাদা ক্যাপ। তাদের আগমনে বর্ণাঢ্য আয়োজনে আনন্দমুখর হয়ে ওঠেছে পুরো বিদ্যালয় ক্যাম্পাস। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এসএসসি ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের শীতকালীন আড্ডা উপলক্ষে শনিবার সকালে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পাসে এমন চিত্র দেখো গেছে।
দীর্ঘ ৩২বছর পর সকল বন্ধুরা একত্রিত হওয়ায় প্রিয় ক্যাম্পাসে বন্ধু-সহপাঠীরা উচ্ছ্বাস, আনন্দ, গানের ছন্দ, বাজনার তালে তালে মেতে ওঠেন। গল্প-আড্ডায় এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রায় সবাই মুঠোফোনে ছবি তোলেন। সকালের নাস্তা দিয়ে শুরু হয় দিনটি। এরপর রঙিন ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বন্ধুরা ব্যান্ডপার্টি বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা তাদের স্কুল জীবনের পুরনো বন্ধুদের পেয়ে সেই দিনগুলোর কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। একসময়কার দুরন্ত শৈশবের বন্ধন যেন আবারও নতুন করে জেগে উঠেছে তাদের মাঝে।
পরে তাদের পক্ষ থেকে পৌর শহরের ৮ টি গুরুত্বপুর্ণ স্থানে জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানির ট্যাংকি উদ্বোধন করা হয়। সেইসাথে স্মৃতিচারণ, খেলাধুলা, সৌজন্য লটারি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।


আয়োজকদের মধ্যে সোহেল ও রাজু কুমার গুপ্ত বলেন, ৩২বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো। সবাই মিলে অনেক আনন্দ করছি। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করার মত নয়। তারা বলেন, জীবিকার তাগিদে সবার সাথে দেখা হয় না। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো অনেক ভালো লাগছে। মোস্তাক আহমেদ, লিংকন ও আশিষ জানান, আমরা একদিনের জন্য হলেও সবাই একত্রিত হতে পেরেছি। আমাদের বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধন আরও মজবুত করতে এই আয়োজন।

Share This