মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে আগুনে পুড়ল লক্ষাধিক টাকার ধান ও খড়

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে সুগন্ধি চালের খড়ের গাদায় আগুনে লক্ষাধিক টাকা মূল্যের সুগন্ধি জিরা ধান ও খড় পুড়ে গেছে।গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার চক সাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, চক সাহাবাজপুর গ্রামে শফিউল ইসলাম, আরিফুর রহমান ও আজমল হোসেন তারা তিনজন তাদের জমির জিরা ধান কেটে ধানসহ খড় বাড়ির সামনে পালা করে রাখেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ করে খড়ের পালায় আগুন দেখে বাড়ির লোকজনসহ গ্রামবাসী এগিয়ে আসেন। পরে ফুলবাড়ী ফায়ার স্টেশনের লোকজন এসে খড়ের আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকান্ডে একটি পালার পুরোপুড়ি ধানসহ খড় পুড়ে গেছে এবং অন্য দুইটিতে আংশিক পুড়েছে।
ধান ও খড়ের মালিক শফিউল ইসলাম ও আরিফুর রহমান বলেন, শুক্রবার রাতে বাড়ির লোকজন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১০ টার দিকে গ্রামবাসীর চিৎকার শুনে বাড়ির লোকজন উঠে সেখানে গিয়ে দেখেন তিনটি ধানসহ খড়ের পালায় আগুন জ্বলছে। গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে আনুমানিক লক্ষাধিক টাকার ধান ও খড় পুড়ে গেছে। তবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে কেউ ধানসহ খড়ের গাদায় আগুন দিয়েছে।

Share This