রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে তারুণ্য উৎসব উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

জয়পুরহাট প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল র‍্যালি
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃতে বের হয়ে পাঁচবিবি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় র‍্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।

Share This