শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় যুবককে কুপিয়ে হত্যা


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলায় ডেকে নিয়ে বিপুল চন্দ্র (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্র উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মধ্যরাতে বিপুল চন্দ্রের ভাতিজা জোগেস চন্দ্রকে তার মাছ চাষের বিল থেকে একদল দুর্বৃত্ত আটক করেন এবং তার চাচা বিপুল চন্দ্রকে মোবাইল ফোনে বিলে ডাকতে বলেন। ভাতিজার ফোন পেয়ে বিপুল চন্দ্র বিলে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বিপুল চন্দ্র চিহ্নিত ডাকাত দলের সদস্য ছিলেন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share This