শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর মহাবিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। ক্যাম্পে সেনাবাহিনীর নিজস্ব ডাক্তারদের মাধ্যমে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সেবাগুলোর মধ্যে ছিল মেডিসিন, চক্ষু চিকিৎসা, গাইনী সেবা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ।
পরে প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।

Share This