দিনাজপুরে শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শহর সমাজসেবা কার্যালয়।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপস্থিত থেকে শহরের নুরজাহান এতিমখানার শীতার্ত এতিম ছাত্র ছাত্রীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
গতকাল শুক্রবার রাতে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. ময়নুল হক, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম প্রমুখ।
শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম জানান, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নুরজাহান এতিমখানার শীতার্তদের মাঝে মোট ১৬৬ টি কম্বল বিতরণ করা হয়।
প্রসঙ্গত, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। এতিম অসহায় শিশুদের শীত নিবারণে জেলা প্রশাসনের উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।