রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীর পাশ্র্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় খনির অভ্যন্তরে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্না আজিজ বাবু (৪৫) জয়পুরহাট সদরের খঞ্জনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি খনির মার্কেটিং বিভাগের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খনির ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মোহাম্মদ ছানা উল্লাহ।
জানা গেছে, বেলা ১২টার দিকে খনি অভ্যন্তরে শ্রমিকদের জন্য নির্ধারিত আবাসিক ভবনের ২০৫ নম্বর রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখতে পায় শ্রমিকরা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মুন্না আজিজ বাবু পড়ে আছেন। অগ্নিকাণ্ডে তার রুমের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। এসময় দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
খনির ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মোহাম্মদ ছানা উল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মুন্না আজিজ বাবু ১৯বছর ৬মাস ধরে খনিতে কর্মরত ছিলেন। আজকে তার ডিউটি ছিলনা, ঘরে একাই ছিলেন। ধোয়া দেখতে পেয়ে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রনে আনে এবং তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

Share This