সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উদীচী দিনাজপুর জেলা সংসদের নতুন কমিটি ঘোষণা

সভাপতি- অধ্যাপক জলিল আহমেদ, সাধারণ সম্পাদক- সুজন কুমার দে

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের চতুর্দশ জেলা সম্মেলন শেষে অধ্যাপক জলিল আহমেদকে সভাপতি এবং সুজন কুমার দে কে সাধারণ সম্পাদক করে উদীচী দিনাজপুর জেলা সংসদের নব নির্বাচিত কমিটি ঘোষনা করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকরামুল কবির ইল্টু ও হাবিবুল আলম এক পত্রে স্বাক্ষর করে এই নয়া কমিটির অনুমোদন দেন।
২ বছর মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট নয়া কমিটির সহ-সভাপতি হয়েছেন কানিজ রহমান, কল্যানী বসু, রবিউল আউয়াল খোকা, ডা. শিলাদিত্য শীল। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দীপক দাস, মো. সারোয়ার হোসেন। কোষাধ্যক্ষ হয়েছেন শেখ ছগীর আহম্মেদ কমল। সম্পাদক মন্ডলীতে রয়েছেন স্বীকৃতি দাস, সীমা সরকার, অমৃত কুমার রায়, ডালিম কুমার রায়, পল্লব সরকার, আসাদুজ্জামান বাবু, মো. সজল। এছাড়া সদস্য পদে রয়েছেন রেজাউর রহমান রেজু, অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, বিমান দাস, মিনতী ঘোষ, গৌতম সাহা, হারুন উর রশিদ, মো. মাসুদ রানা, কাজল ভৌমিক, বিউটি বিশ্বাস, শুক্লা সাহা, অমিত দাস, নয়ন বার্টেল, মোহনা খাতুন, জিনাত জাহান জিতু, তিথি কর্মকার, মেঘা ঘোষ, সুস্ময় ঘোষ। জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জলিল আহমেদ।

Share This