সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে রংপুর বিভাগীয় যুব কাবাডি টুর্ণামেন্ট সমাপ্ত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুর বিভাগীয় অনুর্ধ্ব-১৮ বালক-বালিকাদের ‘যুব কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। এতে বালকদের মধ্যে লালমনিরহাট জেলা চ্যাম্পিয়ন ও দিনাজপুর জেলা রানারআপএবং বালিকাদের মধ্যে নীলফামারী জেলা চ্যাম্পিয়ন ও রংপুর জেলা রানার আপ হয়। বালক কাবাডিতে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দিনাজপুরের সাংবাদিক মোরশেদ উল আলমের ছেলে চিরিরবন্দরের তাহমিদ বারী মিঠু।
গতকাল সোমবার বিকেল ৪ টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও ট্রফি প্রদান করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম-সেবা এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য মো. কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আবিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
খেলা পরিচালনা করেন আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান সোহাগ, আনিসুর রহমান, মোরশেদ উল আলম, মহসিন আলী, নজরুল ইসলাম, শাহ আলম ও মিন্টু ইসলাম।

Share This