সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে কাপ-আপ প্রকল্পের শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিক্ষা মেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় সৈয়দপুর পৌরশহরের ইসলামবাগের ফিদালী মাঠে এ মেলার উদ্বোধন করেন কাপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম।
মেলায় কাপ-আপ প্রকল্পের ফিল্ড অফিস, প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, নিম্ন মাধ্যমিক শিক্ষা ও কিশোর-কিশোরী উন্নয়ন ফোরামের (এডিএফ) ৫টি স্টল বসে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত প্রকল্পের শিক্ষকরা মেলায় আগত দর্শনার্থীদের শিক্ষাবিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন ও তথ্য প্রদান করেন। শিক্ষা মেলাটি কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে বলে মেলা আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
শিক্ষামেলায় প্রকল্পের ২৫টি শিখন কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী ও শিখন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা মোরগ লড়াই, দড়ি লাফ, মার্বেল দৌড়, ৪০০ মিটার দৌড়, বালিশ খেলা ও হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে, দুপুরে প্রকল্পের আশার আলো ডাম ইউসিএলসি (আরবান চিলড্রেন লার্নিং সেন্টার), স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি, উদয়ন ডাম ইউসিএলসি, মুক্তধারা ডাম ইউসিএলসি ও ধ্রুবতারা ডাম ইউসিএলসির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানে দলীয় নৃত্য পরিবেশন করেন।

পরে, দুপুর সাড়ে ১২টায় প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসে ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহর সভাপতিত্বে শিক্ষা মেলা উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক। এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম ও কাপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম।

আলোচনাসভায় জানা যায়, ২০২১ সাল থেকে সৈয়দপুর পৌরশহরের বস্তিবাসী, পিছিয়ে পড়া ও ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে শিখন কার্যক্রম পরিচালনা করে আসছে ঢাকা আহ্ছানিয়া মিশন। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) মাধ্যমে কাপ-আপ প্রকল্পে অর্থায়ন করছে কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। পাঁচবছর মেয়াদি এ প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত হবে বলে জানা গেছে।
আলোচনাসভা শেষে মেলা উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরস্কার তুলে দেন। পরে, অনুষ্ঠানের অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন, বিল্লাল হোসাইন, সুপারভাইজার জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক বিশ্বাস, মৃত্যুঞ্জিত সরকার, রুমা, কালচারাল ইন্সট্রাক্টর অলিরাজ রেজা, সিএমসি সদস্য সোহেল আদম ও মো. শাহাজাদা প্রমুখ।

Share This