ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তানসহ তিনি অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
তোফায়েল হোসেন চৌধুরী উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত জালাল উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদল, যুবদলের সাবেক সভাপতি ছিলেন। ওই রাতেই ঢাকার মিরপুর এলাকায় তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর জলেশ্বরী গ্রামে তৃতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা শোক প্রকাশ করেছেন।