সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা’ নিপীড়ন’ ধর্ষন’ আইন শৃংখলার অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে মানববন্ধন করেছে ছাত্রদল। দলীয় নির্দেশনায় আজ সোমবার সকাল ১১ টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
উক্ত মানববন্ধনে মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাকিল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারন সম্পাদক মো, নুরনবী। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নবী শেখ, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো, আশাদুল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আলিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হানিফ হাসান রাব্বি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে আইন শৃংখলার চরম অবনতির কারনে দেশে নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিপীড়ন ও ধর্ষনের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। এর প্রধান কারন বিচারহীনতা। ২০২০ সালে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড বা যাবতজীবন কারাদন্ডের আইন পাশ হলেও এর কার্যকারিতা নেই। সুতরাং আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষন কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন ভবিষ্যতে কেউ ধর্ষনের মত এমন জঘন্য অপরার করতে সাহস না পায়। বাংলাদেশে ছাত্রদল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। যতদিন নারীদের নিরাপত্তা নিশ্চিত না হবে বাংলাদেশ ছাত্রদল রাজপথে থাকবে বলেও ঘোষনা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Share This