সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা দিবসেও জাতীয় পতাকা উত্তোলন হয়নি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করায়, মহান স্বাধীনতা দিবসকে অবমাননার অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধাগণ, অন্যদিকে ভূল স্বীকার করে দায় এড়াতে চান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

ঘটনাটি ঘটেছে বুধবার মহান স্বাধীনতা দিবসে সকল সরকারী,বে-সরকারীসহ সকল প্রতিষ্ঠানে সরকারী ঘোষণা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হলেও, সরকারী সেই আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করেনি। এতে জাতীয় পতাকা ও মহান স্বাধীনতাকে অবমানতার অভিযোগ তুলেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

উপজেলা নির্বাহী অফিসার কার্যলয় সূত্রে জানা গেছে বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে।

সরকারী নির্দেশনা থাকার পরো জাতীয় পতাকা উত্তোলন না করায়, স্বাধীনতা ও জাতীয় দিবসকে  অবমাননার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এছার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করে স্বাধীনতা দিবসকেই অবমাননা করেছে। এ ঘটনার দৃষ্টান্ত মূলক ব্যবস্থার দাবি করেন।

একই ভাবে ক্ষোভ প্রকাশ করেন বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ।  তিনি বলেন স্বাধীনতা দিবসে পতকা উত্তোলন না করে ধৃষ্টতা দেখিয়েছে যা স্বাধীনতা দিবসকেই অস্বীকার করার শামীল। এই ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানান।

জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করার কারণ জানতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমানের সাথে যোগযোগ করা হলে, তিনি পতকা উত্তোলনের বিষয় ভুল স্বীকার করে বলেন, একজনকে দায়িত্ব দেয়া হয়েছিল সে ভুলবশত উত্তোলন করেনি। এভাবে ঘটনাটি ভুলস্বীকার করে দায় এড়িয়ে যান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মশিউর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, ‘বিষয়টি জানলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This