সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদ দেখা গেছে, ঈদ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হবে।

আজ রবিবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে কক্সবাজারে চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম বিষয়টি নিশ্চিত করেন।

এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপন হয়। এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ২৯ দিন পূর্ণ হচ্ছে।

প্রসঙ্গত, ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের প্রথম দিনটি নির্ধারণ করা হয়ে থাকে। চন্দ্র মাসগুলো ২৯ ও ৩০ দিন হয়ে থাকে। তাই আরবি মাস শুরুর জন্য চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হয়।

Share This