শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজা গণহত্যার প্রতিবাদে হিলিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


হিলি প্রতিনিধি
সারাদেশ ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরের চারমাথা মোড়ে এসে শেষ হয়। পরে ওই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করতে হাকিমপুর উপজেলা বিএনপি, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী রাজপথে নেমে আসে। বিক্ষোভ মিছিলে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নেতাকর্মীরা শ্লোগান দেয়। দুনিয়ার মুসলিম এক হও, ইসরাইলের কালো হাত ভেঙে দাও, ইসরাইলী পণ্য বয়কট বয়কট, কোকাকোলা বয়কট বয়কট ইত্যাদি স্লোগানে মুখরিত হয় রাজপথ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় যে ভাবে নির্বিচারে পাখির মতো মানুষ মারছে। ছোট শিশুকে হত্যা করা হচ্ছে। ছোট শিশু ও তাদের মা বাবা রাতে থাকার জায়গা পাচ্ছে না। তারা খাবার পাচ্ছে না। আমাদের কিছুই করণীয় নাই। আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। আমাদের ছোট প্রতিবাদ একদিন ইসরাইলের গণহত্যা রুখে দেবে। আমরা মনে করি, আমেরিকার মদদে গাজায় ইসরাইলীদের গণহত্যা চলছে।  একই সাথে ইসরাইলি পণ্য বয়কট সহ বিক্রয় না করার আহবান জানান তারা।
হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন খান এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মোফা, এস এম রেজা বিপুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আরমান আলী প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রিমন প্রদান, সৌদি প্রবাসী ইয়াসিন আলী সহ আরও অনেকে।

Share This