রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাক সম্পাদক জালাল

জয়পুরহাট প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গগনা শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশনার এ কে এম মঞ্জুর হোসেন পলাশ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এতে সভাপতি পদে মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক সভাপতি পদে হাতুরী প্রতীকে ৫৪৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. জালাল উদ্দিন চাকা প্রতীকে ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো ছায়েম উদ্দিন সরদার ৪৪২ ভোট ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী লাবু সরদার ২৮৯ ভোট পেয়েছেন।
নির্বাচনে অপর বিজয়ী প্রার্থীরা হলো সাংগঠনিক সম্পাদক পদে আ. সালাম বিশু(দেয়ালঘড়ি- ৩৮৭), কোষাধ্যক্ষ পদে মো. আ. আলিম (মাছ- ৪৯৯), দপ্তর সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন দেলদার (মিক্সার মেশিন- ৫৯৪) নির্বাচিত হোন।
অপরদিকে সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ও আব্দুল লতিফ, সহ-সাধারন সম্পাদক পদে সুমন হোসেন ও আব্দুল আলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ছালাম, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে শাকিল হোসেন, জিয়াউর রহমান, আবু মুছা, আব্দুল হক ও রুবেল মাহাতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১ হাজার ৩৮৬ জন ভোটারের মধ্যে ১ হাজার জন ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রদান করেন। এসময় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাকির হোসেন।

Share This