পীরগঞ্জে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেব রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু ও ইউনিয়ন বিএনপির সভাপতি তাহসিন মিয়া, সম্পাদক আহসান হাবিবসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ । প্রচন্ড গরম অপেক্ষা করে পায়ে হেঁটে আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৈত্রকোল ইউনিয়নের প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি যান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সঙ্গে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।