বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড

পঞ্চগড় প্রতিনিধি
দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডে ২৪ ঘণ্টা উড়বে জাতীয় পতাকা—এমনই এক উদ্যোগ নিয়েছে প্রশাসন। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড।
আজ শনিবার  দুপুরে এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যবর্তী স্থানে স্থাপন করা হচ্ছে ১৪০ ফুট উচ্চতার এই ফ্ল্যাগস্ট্যান্ড। প্রযুক্তির মাধ্যমে এতে পতাকা সার্বক্ষণিক ওড়ানো সম্ভব হবে।
জেলা প্রশাসক বলেন, “বাংলাবান্ধা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। জিরোপয়েন্টের ওপারে ভারতে সর্বক্ষণ পতাকা ওড়ে। আমাদের তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল, বাংলাদেশ প্রান্তেও যেন জাতীয় পতাকা একইভাবে উড়ানো হয়। এই দাবি বাস্তবায়নে আমরা স্থাপন করছি দেশের সবচেয়ে উঁচু পতাকা স্ট্যান্ড।”
ফ্ল্যাগস্ট্যান্ড ছাড়াও নির্মাণ করা হবে গেট ও সৌন্দর্য বর্ধনের নানা উপাদান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আর্কিটেকচারের মাধ্যমে নকশা তৈরি করা হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা।

Share This