নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে ।
গতকাল রোববার বিকেলে অস্থায়ী কার্যালয়ে নবাবগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে রেজাউল ইসলাম (দৈনিক সাতমাথা) ও রেজাউল করিম স্বাধীন (দৈনিক আজকের খবর) কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি (রাজিব)।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি ছানাউল্লাহ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন সরকার (চ্যানেল এস), কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মিজানুর রহমান (দ্যা ডেইলি ফিন্যান্সিয়াল), সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সাগর (দৈনিক ভোরের ডাক), সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক ড. আ ফ ম আকমল হোসেন (দৈনিক পরিবার), ধর্ম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক আ. কাদের (দৈনিক যুগের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান আলী (দৈনিক বায়ান্নোর আলো),
কার্যকরী সদস্য সুলতান মাহমুদ (দৈনিক ইত্তেফাক), রোকোনুজ্জামান (আমার দেশ), ফরিদুল ইসলাম রাজু (দৈনিক কালবেলা), মামুনুর রশিদ (দৈনিক তালাশ, সোবহান আলম সিসেম (দৈনিক একুশের সংবাদ)। চার সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির উপস্থিতিতে, আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করবেন।