বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

হিলি প্রতিনিধি
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি খরিফ -১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলার কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে হলরুমে এই পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহর রহমান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন বাড়ানোর জন্য সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এরই লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজকে হাকিমপুর উপজেলার ১০ জন কৃষকের মাঝে ১ কেজি পাটবিজ, ৫ কেজি ড্যাব, ৫ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি বিতরণ করা হয়।

Share This