বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ৫০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় অবস্থিত গিনি হাউস জুয়েলার্সে মঙ্গলবার ভোরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। সকাল সাড়ে পাঁচটার দিকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে স্টিলের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
চুরি হওয়া গহনার মধ্যে ছিল হাতের বালা, গলার হার, চেইন, কানের দুল, ডায়মন্ডের আংটিসহ বিভিন্ন রেডিমেড অলঙ্কার। এ ঘটনার পর শহরের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জুয়েলারি সমিতি শহরের সকল জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা করে।
গিনি হাউস জুয়েলার্সের মালিক লব বণিকের মেয়ে লিমি বণিকের বিয়ে ছিল চুরির দিনই। তিনি জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। মঙ্গলবার সকালে ভাগ্নে নন্দ রায় দোকান খুলতে এসে চুরির ঘটনা দেখতে পান এবং তাকে খবর দেন।
লব বণিক জানান, চুরি হওয়া গহনার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক মতিয়ার রহমান বলেন, “চুরির রহস্য উদঘাটনে থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল কাজ করছে। খুব শিগগিরই চোরচক্র শনাক্ত হবে বলে আমরা আশাবাদী।”
পঞ্চগড়ের গিনি হাউস জুয়েলার্সে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর হলেও এখনো চুরির মূল রহস্য উদঘাটিত হয়নি। ব্যবসায়ীরা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Share This