ফুলবাড়ীতে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ফারহানা হক পুবালী (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চকশাহাবাজপুর গ্রামে তার বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের ফজলুল হক এর মেয়ে ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। মাতৃত্ব কালীন ছুটিতে এসে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা হক পুবালীর বিয়ে হয় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামের সাথে। গত কয়েকদিন সে চকশাহাবাজপুর বাবার বাড়িতে অবস্থান করছিলো। সকালে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। পরে গ্রামের লোকজন থানায় খবর দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তার সুরতহাল শেষে অধিক তদন্তের স্বার্থে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং ৭।