নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাংস জব্দ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রাক্কালে জরিমানা প্রদান ও মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকাল ৫ টায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৬৫) তার নিজ বসতবাড়ির গোয়াল ঘরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানকালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ধারায় আব্দুল কুদ্দুস কে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং প্রায় ৮০ কেজি মাংস জব্দ করেন। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন রাশেদুল ইসলাম।