দিনাজপুরে ভূমি অধিকার ও কৃষি সংস্কার বিষয়ক র্যালী ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি
“প্রতিষ্ঠিত হোক ভূমিহীনদের ভূমি অধিকার ও মানবাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল ১০টায় জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুর এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় দিনাজপুর জেলার ৯টি উপজেলা থেকে আসা ভূমিহীন সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ সড়ক হতে বর্ণাঢ্য র্যালী বের হয় এবং র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে সমাপ্ত হয়।
সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুরের সভা প্রধান মো. লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র উপ-পরিচালক আলিম আল রাজি। সূচনা বক্তব্য রাখেন সিডিএর মূখ্য সহায়ক ও নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ। প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাদিয়া আফর্নি শেফা, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম, জেলা কৃষি দপ্তরের কৃষি প্রকৌশলী প্রধান মো. বদরুদ্দোজা। ধারণাপত্র পাঠ করেন জনসংগঠনের যুবনেত্রী পপি রানী বর্মন। স্মারকলিপি পাঠ করেন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন। সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান এর সঞ্চালনায় সংগঠনের চলমান বাস্তব কার্যক্রম তুলে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার মানিক অধিকারী, চিরিরবন্দর উপজেলার লিটন সরকার, সদরের নারী নেত্রী শাহানা বেগম, মো. এনামুল হক, স্বপ্না অধিকারী, কৃষ্ণ কোরা, মো. শহিদুল্লাহ প্রমুখ। তারা বলেন, ভূমিদস্যূ কর্তৃক দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে সুষ্ঠ বন্ঠন করতে হবে। সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে ভূমি ব্যাংক, ২০০ দিনের কর্মসংস্থান, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আদিবাসীদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, ভূমি প্রশাসনের সকল প্রকার দৌরাত্ন ও দুর্নীতি বন্ধ করাসহ আমাদের ১৮ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সভা শেষে জন সমাবেশে জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মো. লুৎফর রহমানসহ সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ১৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষে স্মারকলিপি প্রদান করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী মো. জাহেদুর রহমান ও সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়।