বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের জরিমানা আদায়

দিনাজপুর প্রতিনিধি
”আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় আজ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন এবং অভ্র জ্যোতি বড়াল এর নেতৃত্বে দিনাজপুর জেলা সদরের মেডিকেল মোড় এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩ টি পিকআপ এর মালিকের নিকট হতে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমাৃনা ধার্য ও আদায় করা হয় এবং ০৬ টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী। দিনাজপুর জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মলিন মিয়া জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Share This