বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়পুকুরিয়া শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন খনির আউটসোসিং কর্মচারীদের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১লা মে) সকাল ৯টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে এক ্যালী বের করা হয়।

র‌্যালীটি বড়পুকুরিয়া খনি বাজার প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে শেষ হয়। পরে ইউনিয়ন সভাকক্ষে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদার এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর মহা ব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ: সাধারণ সম্পাদক আব্দুর নুর শাহীন, অর্থ সম্পাদক মোহসীন আলী, আউটসোসিং কর্মচারী কল্যান পরিষদের কয়লাখনি প্রতিনিধি আশরাফুল আলম ও রবিউল ইসলাম।

Share This

COMMENTS