মে দিবস উপলক্ষে ফুলবাড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক বিশাল র্যালী পৌর শহরে প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন (দিনাজ-৪৩), উপজেলা রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (দিনাজ-৩৯) এবং উপজেলা স’মিল শ্রমিক ইউনিয়ন (দিনাজ-৭৮) এর শত শত শ্রমিক অংশগ্রহন করেন। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী ডিএসএস ফাযিল মাদ্রাসা প্রঙ্গনে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচী শেষ হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও তারেক মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন। এছড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মঞ্জুরুল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি কখনই সম্ভব নয়। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার প্রাপ্য মজুরী পরিশোধের নির্দেশ কেবল ইসলামই দিয়েছে। কাজেই শ্রমিকদের নিজেদের স্বার্থেই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে আন্দোলন করা জরুরী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলন করে আসছে। সকল শ্রমিকদের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান বক্তারা।