শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

৭২-এর সংবিধান বাতিলের আহ্বান ফরহাদ মজহারের

পঞ্চগড় প্রতিনিধি

“এই বিভাজন যদি রাখেন, আমরা আরেকবার গৃহযুদ্ধে জড়িয়ে পড়বো”— মন্তব্য করেছেন কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার। তিনি বলেন, “৭১ সালে আমরা ভুল করিনি। কিন্তু এখন যদি ভুল করতে থাকি, তবে এই রাষ্ট্রকে বিভক্ত করে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেব।”

বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা ‘কারিগর’-এর আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত “শিক্ষা ও সাংস্কৃতিক চেতনায় নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা: রাষ্ট্র ও সমাজের ভূমিকা” শীর্ষক একক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২৪-এর আন্দোলনে আমরা আংশিক বিজয় পেয়েছি, পূর্ণ নয়। কারণ পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে নতুন সরকার গঠিত হয়েছে। আওয়ামী লীগ এখনো সেই ৭২-এর সংবিধানে আটকে আছে।”

সংবিধান সংস্কারের দাবি জানিয়ে ফরহাদ মজহার বলেন, “৭২-এর সংবিধান বাতিল করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটা হবে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অংশ।”

তিনি সতর্ক করেন, “দেশে এখন নতুন জাতিবাদ আসছে— ইসলামী জাতিবাদ। এই পথে গেলে আমরা আবার বাঙালি বনাম ইসলামী জাতিবাদে গৃহযুদ্ধে পড়বো। তাই সবাইকে এখনই সচেতন হতে হবে।”

একই সঙ্গে তিনি বলেন, “৭১ আমাদের ইতিহাস, একে ভুলে গেলে বড় ভুল হবে। বাংলা ভাষা ও সংস্কৃতি যেমন আমাদের, তেমনি ইসলামও আমাদের ধর্ম। কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না।”

ড. ইউনুস প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রদের নতুন ঘোষণা দিতে না দিয়ে তিনি ঠিক করেননি। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তিনি আরো বলেন, বিভাজন ঠেকাতে ও গণতন্ত্র রক্ষায় দরকার নতুন ন্যায়ভিত্তিক সংবিধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার হায়দার। বক্তব্য রাখেন লেখক মাহবুব সিদ্দিকীসহ অন্যান্য অতিথিরা। পরিবেশনায় অংশ নেয় নাট্যদল ভূমিজ ও কারিগর।

Share This