শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে মহান মে দিবসে জেলা শ্রমিক দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

“শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে।

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মোকাররাম হোসেন। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, আলহাজ্ব হাফিজুর রহমান সরকার। জেলা শ্রমিক  দলের সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, দিনাজপুর হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমূখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান জুয়েল, জেলা যুবদলের আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান, ডিইএব দিনাজপুর জেলা শাখার আহবায়ক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন,  জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, পৌর তাঁতী দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজীব, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ সুলতান, সাংগঠনিক সম্পাদক আতাউর, হোটেল শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ইয়ারুল ইসলাম, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুর আলম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ জুলফিকার, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সেক্রেটারী মোঃ দুলাল, ৮নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ১২নং ওয়ার্ড শ্রমিক দলের মাসুদ রানা, রেশম বোর্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আজিজুল, নশিপুরের মেনন, গম ও ভুট্টা শ্রমিক দলের বুলেট, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর, ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লাইজু, সেক্রেটারী কামাল, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাহিন পারভেজ ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন মিঠু, ৭নং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মুয়াজ্জেম, সেক্রেটারী হুমায়ুন কবীর।

আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দিনাজপুরে মহান মে দিবসে সদর উপজেলা সেলুন দোকান

শ্রমিক ইউনিয়নের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

“শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে।

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল। উক্ত সংগঠনের সভাপতি মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আজহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক মোঃ নুর আলম হক খোকন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট মোঃ শাহরিয়ার কবীর কিংশুক প্রমুখ। আমন্ত্রীত অতিথি ছিলেন সুকুমার চন্দ্র সাহা। এর আগে সংগঠনের বাহাদুর বাজার কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মে দিবস উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

Share This