বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফুলবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী প্রেসক্লাবের আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় পৌর শহরের উপজেলা রোডে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি আবু শহীদ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আশরাফ পারভেজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ও ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নুরুজ্জামান (জামান)।
আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি রজব আলী, যুগ্ম সম্পাদক ও আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি মোকাররম হোসেন, কার্যকরী সদস্য আব্দুল কাইয়ুম আনসারি, হারুন উর রশিদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অমর চাঁদ গুপ্ত অপু, ক্রীড়া সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, পাঠাগার সম্পাদক ও কালবেলা প্রতিনিধি রীতা রানী কানু, আইসিটি সম্পাদক ও আওয়ার বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম, আঞ্চলিক পত্রিকা দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, সদস্য শহিদুল ইসলাম, সদস্য লিটন সরকার, সদস্য হিরেন্দ্র নাথ বর্মন হিরু প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে উপজেলা রোডে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।