সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মোবাইলের মাধ্যমে নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদন্ড, ২ ছাত্র বহিষ্কার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইল ডিভাইস এর মাধ্যমে পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক শিক্ষককে ৭ দিনের কারাদন্ড ও ২ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার উচ্চতর গণিত পরীক্ষায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ডিভাইস এর মাধ্যমে পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা।
কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র রায় বলেন, পরীক্ষা শুরুর ৫ মিনিটের মাথায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিদর্শক দল একটি কক্ষে ৯৫২৭৫৭ রোল নম্বরধারী লাবিব হাসনাত সর্দার নামে এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, সনকৈড় আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়া এক ছাত্রের কাছে মোবাইল দেখতে পেলে তাকে বহিষ্কার করা হয়। এরপর ওই মোবাইলের সূত্র ধরে ওই শিক্ষককে আমেনা বাকি স্কুল থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এছাড়াও একই পরীক্ষায় অন্য একটি কক্ষ থেকে নকল করার অভিযোগে ২৪৫৫৭০ রোল নম্বরধারী ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর ছাত্র, ফলিমারী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়া হাফিজুল ইসলাম নামে আরেক ছাত্রকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, একটি চক্র মোবাইলে হোয়াটস গ্রুপ খুলে পরীক্ষার প্রথমদিন থেকেই সক্রিয় ছিল। অনেক চেষ্টা করেও ধরতে পারা যাচ্ছিলনা। অবশেষে সফলতা এসেছে। সহযোগিতাকারী ওই শিক্ষকের স্বীকারোক্তি মোতাবেক তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Share This