মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

খানসামায় ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ে কৃষক প্রশিক্ষণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বিশ্বব্যাংকের সহায়তায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষাণী এতে অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদিরসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে মানবদেহের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন, বিপণন এবং পণ্যের ব্র্যান্ডিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share This