বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে প্রাণি পুষ্টি উন্নয়নে সুফল ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের- ঘাস চাষ প্রদর্শনীর আওতায় সুফল ভোগীদের মাঝে ২য় কিস্তির টাকা বিতরণ কর হয়।

আজ মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রাীণ সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু কায়েস বিন আজিজ উপজেলার ৬টি ইউনিয়নের ১২ জন সুফল ভোগীদের মাঝে প্রত্যেককে দ্বিতীয় কিস্তির ৫ হাজার টাকা প্রদান করেন। জানা গেছে, প্রাণি পুষ্টি উন্নয়নে ঘাস আবাদে উৎসাহিত করতে গত ৭ মাস পুর্বে এসব সুফল ভোগীদের প্রত্যেককে ঘাস লাগানোর জন্য প্রথম কিস্তির ৫ হাজার টাকা প্রদান করা হয়েছিল। সেই টাকা দিয়ে তারা নেপিয়ার জাতের ঘাস আবাদ করে নিজেদের চাহিদা পুরন করে বাকী ঘাস অন্যত্র বিক্রি করেন। এই ঘাস আবাদের ফলে গো-খাদ্য সংকট অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।

Share This