শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বিস্ফোরক মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪মে) রাত সাড়ে ১২ টায় পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান মেহেদী রুবেল, পৌর শহরের ঢাকা মোড় এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালাম এর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।
ওসি বলেন, বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২ টায় পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ি থেকে বিস্ফোরক মামলায় হাসান মেহেদীকে গ্রেফতার করা হয়। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামী। তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হবে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

Share This