রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘরের দরজায় বিদ্যুতায়িত হয়ে আঁখিমনি (২৭) নামে এক সন্তানের জননীর অকাল মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন রাধিকাপুরে ঘটে এই ঘটনা।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন রাধিকাপুর গ্রামের প্রবাসী হারুনুর রশিদ একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন। সদ্য নির্মিত বাড়িতে এখনও বৈদ্যুতিক কাজ শেষ না হওয়ায় পুরনো বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রয়োজনীয় কাজ করা হচ্ছিলো। সংযোগ তারটি দরজার পাশ দিয়ে নেয়ায় দারজা খোলা -বন্ধ করতে লিকেজ হয়। এতে পুরো গ্রীলের দরজা সবার অজান্তে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় তার স্ত্রী আঁখিমনি দরজায় প্রবেশ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আটকে যায়। এসময় তার ভাগনীর ছেলেও আহত হয়। বাচ্চার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে তারা বৈদ্যুতিক শকের ব্যাপারে বুঝতে পারে। এসময় মেইন লাইন বন্ধ করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত আঁখিমনির ৭বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে হাসপাতালে মরদেহ দেখতে গিয়েছিলাম। পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তাদের রিপোর্ট এবং সুরতহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।

Share This