সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে খানসামায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় নজরুল সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Share This

COMMENTS