শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ধানক্ষেত থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের জালগাঁও গ্রামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধান ক্ষেতে এক নারীর অর্ধগলিত লাশ (কংকাল) পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা বোচাগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, আজ দুপুরে ধানক্ষেত থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্যা মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

Share This