বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ক্রিকেট কার্নিভাল-এর উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ টেস্ট মর‌্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল-২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. সাবেত আলী এ খেলার উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম এ বারি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রিকেট বোর্ডের প্রতিনিধি কাজী জাহিদুর রহমান জাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এবং টুকু ফুটবল একাডেমির পরিচালক টুকু রেহমান, সাবেক ক্রিকেটার সানজিদ, স্কেটিং ক্লাবের পরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আল ইমরান প্রমুখ। পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ খেলার আয়োজন করে। উক্ত খেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ‌‌ছয়টি দল অংশগ্রহণ করে।

Share This