বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম ইরান: গ্রোসি

দেশমা অনলাইন
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ‘কয়েক মাসের মধ্যে’ পরমাণু বোমার জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করার ক্ষমতা রাখে ইরান। শনিবার, গ্রোসি বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস নিউজকে বলেন, তিনটি ইরানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় মারাত্মক ক্ষতি হয়েছে। তবে সম্পূর্ণ ধ্বংস হয়নি।
তার এই বক্তব্য  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হয়েছে।
শনিবার গোসি বলেন, ‘কেউ দাবি করতে পারে না যে সবকিছু শেষ হয়ে গেছে এবং সেখানে কিছুই নেই।’
১৩ জুন ইসরাইল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো হামলা চালায়। তাদের দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। পরে মার্কিন যুক্তরাষ্ট্র হামলায় যোগ দেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালায়।
তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো অস্পষ্ট। গ্রোসি বলেন, তেহরান কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে।’
তিনি আরও বলেন যে ইরান এখনো শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা রাখে। তাই যদি তারা চায়, তাহলে তারা আবার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করতে সক্ষম।
বৃহসপতিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে হামলায় উল্লেখযোগ্য কিছুই অর্জন হয়নি।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে ইরানের সঙ্গে আইএইএ-এর তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এদিকে কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এক আইন পাস করেছে, যেখানে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেইসঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসানোর অনুমতিও দেওয়া হবে না।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশও নিষিদ্ধ।’

Share This