মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী পৌরসভার সাড়ে ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন কোন করারোপ ছাড়াই ২০২৫-২০২৬ অর্থ বছরের ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী। আজ সোমবার দুপুর ১২ টায় পৗরসভা মিলায়নতনে এক সুধি সমাবেশ এ উম্মুক্ত বাজেট ঘোষণা করেন তিনি।
নতুন অর্থ বছরের বাজেটে ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার মধ্যে পৌরসভার নিজেস্ব রাজস্ব আয় ৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৫৭২ টাকা, গত অর্থ বছরের রাজস্ব্য স্থিতি ৩৩ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকা ও উন্নয়ন খাত থেকে আয় ৫৫ কোটি ৯০ লাখ টাকা নির্ধারন করা হয়েছে।
বাজেট অনুষ্ঠানের বক্তব্যে পৌর প্রশাসক বলেন, বিগত অর্থ বছর গগুলোতে করোনা প্রাদুর্ভাব বিশ্ব মন্দা সৃষ্টি এবং শাসন ক্ষমতার পরিবর্তনসহ বিভিন্ন কারণে পৌরসভার রাজস্ব আয় কমে আসে, একই সাথে সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্ধ সীমিত করা হয়, এ কারণে আশানুরূপ উন্নয়ন হয়নি, আগামী অর্থ বছরে সরকারের নতুন প্রকল্প ও অর্থ বরাদ্দ বৃদ্ধি পাবে এতে আগামী অর্থ বছরে আশানুরূপ উন্নয়ন হওয়ার আশা প্রকাশ করেন পৌর প্রশাসক।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী, কাউন্সিলরের দায়িত্ব থাকা ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল।
আশরাফ পারভেজের সঞ্চালনায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল, ফুলবাড়ী ব্যাবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম, সদস্য সচিব মানিক মন্ডল, মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, সাংবাদিক রজব আলী, জামায়াতে ইসলামী পৌর আমির জয়নাল আবেদিন, জামায়াতে ইসলামী নেতা মঞ্জুরুল কাদিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, এনসিপি নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুধিজন উপস্তিত ছিলেন।

Share This