মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ বিকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় খানসামা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে প্রথম পর্যায়ে ৭টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪টি মোট ১১টি বকনা গরু বিনামূল্যে দারিদ্র বিমোচনের জন্য উপকারভোগী নারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মো. তমিজুল ইসলাম থাকার কথা থাকলেও তারা সরকারি কাজে ব্যস্ত থাকায় তাদের সম্মতিক্রমে বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি দিনাজপুর এর নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমান উপকারভোগী নারীদের মাঝে বকনা গরু বিতরণ করেন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা ভিডো এনজিওর নির্বাহী পরিচালক গোলাম রাব্বানী জুয়েল, খানসামা উপজেলার বিকাশ এনজিও’র নির্বাহী পরিচালক নুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিবিডিএস এর কো-অর্ডিনেটর হামিম তানজিলুর রহিমান। সভাপতির বক্তব্যে বিবিডিএস এর নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমান বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি এবং ক্ষমতায়ন বৃদ্ধি করতে উপকারভোগী নারীদের মাঝে বিনামূল্যে গরু প্রদান করা হচ্ছে। ১টি গরু থেকে আরও ১০টি গরু হউক এবং আপনারা স্বাবলম্বি হবেন। এ কারণেই এনজিও ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা করে আসছে। তবে এই গরুগুলো কখনো বিক্রি করতে পারবেন না।

Share This