মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার বিকালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ট্রাকের ড্রাইভারকে মোট ২ হাজার টাকা জরিমানা এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ১টি ট্রাকের ড্রাইভারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, মো. নাহিদ হাসান ও সুবীর সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টীকার সাঁটানো হয়। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Share This